নিচে উল্লেখিত লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে হয়তো আপনার সাথে থাকা জিনটি জাদুকর অথবা অন্য কোন জিন আপনাকে জাদু করে।
২/-
স্বপ্নে অনেক মানুষ আপনার কাছে আসে অথবা আপনি অনেক মানুষের কাছে যান এবং তাদের সাথে কোনো সমস্যার সমাধান করেন।
৩/-
স্বপ্নে মাঝে মাঝে বিবাহ দেখা।
৪/-
হঠাৎ পরিচিত অথবা অপরিচিত ব্যক্তিদের ডাক শোনা। যেমন আপনি কোন পরিচিত অথবা অপরিচিত ব্যক্তির ডাক শুনেছেন যদি আপনি সেই ডাকে সাড়া দেন তাহলে বুঝে নিবেন নিঃসন্দেহে জিন আপনাকে যাদু করেছে।
৫/-
স্বপ্নে নিজেকে বিবাহ করতে দেখা।
৬/-
কোন নির্দিষ্ট টাইমে দুর্গন্ধ পাওয়া অথবা সুঘ্রাণ পাওয়া।
৭/-
ইচ্ছা অথবা অনিচ্ছায় কেউ আপনাকে কোন অপরিচিত জায়গায় অথবা মরুভূমিতে নিয়ে গেলো।
৮/-
বই-খাতা দেয়াল টেবিল ইত্যাদি বিভিন্ন জায়গায় অদ্ভুত টাইপের লেখা দেখতে পাওয়া যা সাধারণত মানুষের পক্ষে লেখা সম্ভব না।
৯/-
স্বপ্নে কোন মাছ , হাঙ্গর অথবা অন্য কোন কিছুর উপরে বসে পানিতে নামা।
১০/-
জামাকাপড় চুরি হওয়া অথবা প্রাচুর্য সম্পদ টাকা পয়সা থেকে অল্প কিছু চুরি হওয়া।
১১/-
শরীরে মেহেদি পাওয়া অথবা স্বপ্নে মেহেদি দেখা।
১২/-
স্বপ্নে গির্জা ,মন্দির ভ্রমণ করা।
১৩/-
স্বপ্নে যদি আপনি নিজে কোন পশু জবাই করতে দেখেন অথবা আপনার জন্য জবাই করা হচ্ছে অথবা কবরস্থানে কিংবা মন্দিরের জবাই করা হচ্ছে এ ধরনের স্বপ্ন দেখলে নিশ্চিত ভাবে ধরে নিবেন যে জিন আপনাকে একের পর এক জাদু করতেই থাকে।
১৪/-
স্বপ্নে নক্ষত্রের দিকে তাকিয়ে থাকতে দেখা।
১৫/-
প্রয়োজন ছাড়াই খাতার উপরে লেখা।
১৬/-
হাতের নখ কামড়ানো।
১৭/-
একধ্যানে বসে থাকা হঠাৎ কেউ ডাক দিলে অথবা খোঁচা দিলে লাফিয়ে ওঠা।
১৮/-
রুকইয়াহর সময় ছটফট করতে থাকা।
১৯/-
স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার স্বপ্ন দেখে।
২০/-
আয়নার সামনে গেলে কান্না আসে।
২১/-
বাথরুমে গেলে কান্না আসে এবং বাথরুমে প্রবেশ করলে দীর্ঘ টাইম চলে যাওয়ার পরেও বের হয়না।
জিন যদি কারো উপরে কঠিনভাবে জাদু করে তখন এই সিচুয়েশন দেখা যায়।
২৩/-
কোন কারন ছাড়াই নিয়মিত আসরের পরে ঘুমানো।
No comments:
Post a Comment