Wednesday, April 23, 2025

বদনজর রোধে আমাদের করা কতিপয় বর্জনীয় কাজ সমুহ।

 ১) সোশ্যাল মিডিয়াতে আমাদের বিভিন্ন যায়গায় ঘুরতে যাওয়ার ছবি, শপিং করার ছবি, খাওয়া দাওয়ার ছবি ইত্যাদি শেয়ার না করা।

২) সোশ্যাল মিডিয়ায় আমাদের সুখ শান্তি সফলতা ইত্যাদির জানান না দেওয়া।
৩) নিজের পরিবারের সদস্যদের ব্যাপারে অন্যকারো কাছে অহেতুক প্রশংসা করা থেকে বিরত থাকা।
৪) বাচ্ছারা খুবই মেধাবী, বা ভদ্র বা অন্য কিছু যা দারা মানুষের নজর কাড়ে, এইগুলো প্রতিবেশি বা অন্যকারো কাছে অহেতুক প্রকাশ না করা।
৫) বিশেষ করে মা বোনদের সাবধানতা অবলম্ভন করা, কারন মা বোনরা অতি অল্পতেই কারন ছাড়া অন্যকারো কাছে ফ্যামিলির প্রশংসা ভালো দিক গুলো বর্ননা করা শুরু করে দেয়।
৬) সবসময় হিংসাত্মক মনোভাব পোষণ করে এই ধরনের মানুষ এড়িয়ে চলা।
৭) এছাড়া ও লোক দেখানো যত কর্মকান্ড আছে এইগুলা আমাদের এড়িয়ে চলা, এই সকল কাজ সমূহ এড়িয়ে চলার মাধ্যমে যেমনি ভাবে আমাদের বদনজরের কু প্রভাব থেকে রক্ষা করবে, অপরদিকে আমাদের মনে জাগ্রত হওয়া অহংকারকে ও ধ্বংস করবে।

No comments:

Post a Comment

জিন যাদু থেকে বেঁচে থাকার দৈনন্দিন জিকির সমূহঃ

  সকাল-সন্ধ্যার আমল সমুহঃ ১. আ’উযু বিকালিমা-তিল্লা-হিত্তা-ম্মা-তি, মিং-শাররি মা-খলাক্ব। أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ ...