১) স্বপ্নে কালো কুকুর, কালো বিড়াল দেখা। এটা আশিক জিনের ক্ষেত্রেও হতে পারে।
২) স্বপ্নে উঁচু স্থান থেকে পড়ে যেতে দেখা। হতে পারে পাশ দিয়ে সমুদ্র ঢেউ খাচ্ছে আবার চলে যাচ্ছে । আবার ফুঁসে উঠছে। অনেক ঝড়-তুফান চলছে।
৪)অন্তর সংকীর্ণ হয়ে আসা। বদনজরের খাদেম এবং মানসিক সমস্যার কারণেও এমন হতে পারে। তবে এমনটি যদি আসরের পর হয় এবং তা বাড়তে থাকে তাহলে অবশ্যই অবশ্যই যাদুর লক্ষণ।
৫)খুব বেশি পরিমাণে চুল পড়া। এটা অসুস্থ বানানো এবং হত্যার যাদু। তবে চুল বেশি সুন্দর হলে বদ নজরের কারণে পড়তে পারে।
৬)নিজ কর্ম অপছন্দ করা । যেমন অফিসে যেতে ভালো না লাগা । এটা বিচ্ছিন্ন করার যাদু। নিজ সত্যবাদিতার উপরও নজর লাগতে পারে । যেমন কোন কর্মচারী কাজ করা সত্ত্বেও তাকে সন্দেহের নজরে দেখা ।
৭)দীর্ঘদিনের শারীরিক সমস্যা । পরীক্ষায় কিছুই ধরা পড়ে না । সব ডাক্তার, সব ওষুধ খাওয়া শেষ । এটা কখনো যাদুর কারণে হতে পারে আবার বদনজরের কারণেও হতে পারে।
৮)সব ঠিকঠাক থাকা সত্ত্বেও স্ত্রীর সাথে সহবাসে অক্ষম হওয়া।
৯) নামাজ পড়তে অলসতা, হাই আসা, নামাজ ভারী ভারী লাগা।
১০) স্বপ্নে কবরস্থান দেখা এবং নিজেকে সব সময় গর্ভবতী দেখা ।
১১)ভাইবোন, মা-বাপ কাউকে নিজের দিকে আসতে দেখা। কারো কথা বেশি চিন্তা করার কারণে দেখলে সেটা ভিন্ন কথা
১২)মাস বা বছরের নির্দিষ্ট দিনে অসুস্থ হওয়া।
১৩)যে কোন প্রকার খাবার খেতে না পারা। সেটার আলোচনা করলে বা খেলে অসুস্থ হয়ে যাওয়া। কষা, দাস্ত, আমাশয় হওয়া।
১৪)চেহারার রং পরিবর্তন হয়ে যাওয়া। কখনো লাল কখনো সাদা । এটা হবে কাজের চাপ ছাড়াই । বিশেষ করে আসরের পর এবং রুকইয়ার সময় ।
১৫) বিশাল আকার অজগর/ সাপ দেখা।
১৬) রাকির চেহারার দিকে তাকাতে না পারা। তাকে যাদুকর , ভেলকিবাজ মনে হওয়া।
১৭) রুকইয়ার জন্য কোন সেন্টারে যেতে না পারা । মনে ভয় চলে আসে। চিল্লাচিল্লি শুরু করা।
১৮) স্বপ্নে প্রচুর খাওয়া-দাওয়া করা।
১৯) পেটে প্রচুর গ্যাস হওয়া।
২০) পাকস্থলী খুব ব্যথা হওয়া।
২১)স্ত্রীর চেহারা ভালো না লাগা। তাকে ভালোবাসতে না পারা। যদিও সে অন্য নারীর তুলনায় অনেক ভালো হয়।
২২) খাবারের স্বাদ চলে যাওয়া
২৩)সর্বদা পুরাতন ঘর দেখা।
২৪) কেবল নিজ ঘরে শান্তি লাগা বা এর উল্টো হওয়া অর্থাৎ ঘরের বাহিরে গেলে শান্তি লাগা ঘরে অশান্তি।
২৫) বোরকা বা অন্য কোনো কাপড় বহু পুরনো হওয়া সত্ত্বেও কোনো কারণ ছাড়াই ছাড়তে না চাওয়া বা না পারা।
২৬) মাথা ব্যাথা করা
বিশেষ দ্রষ্টব্য:
এই লক্ষণগুলো অভিজ্ঞতার আলোকে বিভিন্ন জনের উপর তত্ত্বতালাশ করে বের করা হয়েছে ।
কিছু কিছু পয়েন্টের অনেক ব্যখ্যা আছে। আর কিছু লক্ষণ বদনজরের সাথে মিল রয়েছে। তাছাড়া যাদুর লক্ষণ অনেক। বদনজরের লক্ষণগুলো সীমাবদ্ধ করা গেলেও যাদুর লক্ষণ কখনোই সীমাবদ্ধ করা সম্ভব নয়। কারণ তা মহাসমুদ্র পরিমাণ।
No comments:
Post a Comment