Wednesday, April 23, 2025

রিযিক বন্ধের যাদুর লক্ষন:-


💔
প্রত্যেক ব্যক্তির মৃত্যুর আগ পর্যন্ত রিযিক থাকবেই।যেমনটা আল্লাহর রাসূল সাঃ বলেছে আমার উম্মতের অধিকাংশ মানুষ মারা যাবে নজরের কারনে...
👉
এখানে মার যাবেই..(এটা যেমন সত্যি তেমনি..পাশাপাশি সমস্যা থেকে বাঁচার সলিউশন দিয়ে দেওয়া হয়েছে রুকইয়াহ এর মাধ্যমে)
💔
-তেমনি রিযিক বন্ধের যাদু করলে..এর মানে এই না যে,সে রিযিক পাবে না রিযিক পাবে..কিন্তু যাদুর কারনে যেই সমস্যা গুলো হয় সেগুলকেই মূলত রিযিক বন্ধের যাদু বলা হয় নিচে দেওয়া হলো:-
💔
১.কাজ করতে গেলে হাত কাঁপাকাপি করা/পা,মাথা,বুক,শরীর কাঁপা-কাঁপি করা।..(যা পূর্বে ছিল না)
💔
২.কাজ করতে গেলে কনসেনট্রেশান না থাকা,মনোযোগ না থাকা,গভীর মনোযোগ না থাকা..(যেটা পূর্বে সুস্থ অবস্থায় ছিল নাল
💔
৩.ক্লাইন্টদের সাথে কথা বললে মাথা ভার হয়ে যাওয়া,রেগে যাওয়া,মাথা ব্যথা করা,।.(যেটা সুস্থ অবস্থায় ছিল না)
💔
৪.কাজ করতে গেলে অলসতা,ধৈর্যহীনতা,ফোকাস করতে না পারা,ডিপ্রেশনে পড়ে যাওয়া,(যেটা সুস্থ অবস্থায় ছিল না)
💔
৫.কাজ করতে গেলে ভালো না লাগা,ডিপ্রেশনে ভুগা,শরীর ভার হয়ে যাওয়া, কাজে যেতে মন চাপয়া..(যেটা সুস্থ অবস্থায় ছিল না)
💔
৬.কাজ করতে গেলে অস্তিরতা,বুক চেপে আসা,রগে টান খাওয়া,মাথায় চিড়িক মারা,। (যা পূর্বে ছিল না)
💔
৭.কাজ করতে গেলে ভয় পাওয়া/ক্লাইন্টের সাথে কথা বললে প্যানিকের মত হয়ে যাওয়া।..(যেটা পূর্বে ছিল না)
💔
৮.কাজ করতে গেলে শারীরিক দিক থেকে জ্বালাপোড়া, জ্বর হওয়া,অসুস্থ হয়ে যাওয়া।এরকম শারীরিক ও মানসিক যত সমস্যা ফেইস করবেন। শুধু নির্দিষ্ঠ কাজে ঢুকলেই.. তখন ওটাই হচ্ছে রিযিক বন্ধের যাদুর লক্ষন..
যেগুলোর প্রভাবে আপনি পূর্বের মত কাজ করতে পারতেছেন না.ফলে বাঁধাগ্রস্থ হচ্ছেন। দিনদিন প্রশস্তময় রিযিক কমে যাওয়ার পথে।
এবং যে জিন দ্বারা আক্রান্ত হবে তার সমস্যা দিনদিন শক্তিশালী হবে। দিনশেষে ঘরে পড়ে যাবে।
এখানে রিযিক বন্ধ বলতে রিযিক পাবে না বিষয়টা এমন এমন নয়। বরং.. [একটা রোগের কারনে/ব্লকেজের কারনে রোগী নিজে ইফোর্ট দিয়ে পূর্বের মত সুস্থ অবস্থা নিয়ে কাজ করা থেকে বাঁধাগ্রস্থ হচ্ছে..যার ফলে রিযিকের সংকোচন বা কমতি দেখা যায়।
🔴
কারন একজন শিল্পপতি ব্যক্তি মেডিকেল এর ভয়ংকর রোগ(ক্যান্সারে আক্রান্ত হলে সে কি পূর্বের মত কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে?
উত্তর হচ্ছে না..রোগের কারনে ব্যক্তি নিজে ইফোর্ট দিয়ে পূর্বের মত আর কাজ করতে পারবে না।
🔴
তো সেইম রিযিক বন্ধের যাদুর বিষয়টাও হচ্ছে সেইম বিষয়। শারীরিক ও মানসিক সমস্যার কারনে রোগী বাঁধাগ্রস্থ দিনদিন মৃত্যুর দিকে যেতে থাকে।

No comments:

Post a Comment

জিন যাদু থেকে বেঁচে থাকার দৈনন্দিন জিকির সমূহঃ

  সকাল-সন্ধ্যার আমল সমুহঃ ১. আ’উযু বিকালিমা-তিল্লা-হিত্তা-ম্মা-তি, মিং-শাররি মা-খলাক্ব। أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ ...