Wednesday, April 23, 2025

পরকীয়া ধ্বংসের জন্য শক্তিশালী আমল ও দোয়া (কুরআন ও হাদীস অনুযায়ী)

পরকীয়া একটি মারাত্মক গুনাহ, যা পারিবারিক জীবনে ধ্বংস ডেকে আনে। এটি শয়তানের একটি বড় ফিতনা, যা ঈমান নষ্ট করে, আল্লাহর আজাবকে ডেকে আনে। পরকীয়ার ধ্বংস এবং আল্লাহর ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নিচের আমল ও দোয়াগুলো অনুসরণ করুন।

🔹 ১. আল্লাহর সাহায্য প্রার্থনা ও ইস্তিগফার পড়া
প্রথমেই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, যাতে তিনি সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন এবং অন্যায়কারীদের ধ্বংস করেন। বেশি বেশি ইস্তিগফার পড়ুন এবং তাঁর শাস্তি চেয়ে দোয়া করুন।🌿
ইস্তিগফার:
اَسْتَغْفِرُ اللهَ الَّذِيْ لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ وَأَتُوْبُ إِلَيْهِ
উচ্চারণ:
“আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি।”
অর্থ:
“আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই; যিনি চিরঞ্জীব, সর্বদা বিদ্যমান এবং আমি তাঁরই দিকে ফিরে আসছি।”
✅ আমল:
প্রতিদিন অন্তত ১০০ বার পাঠ করুন।
আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তিনি অন্যায়কারীদের শাস্তি দেন।
🔹 ২. সূরা তাহা (২০:৩৯) পড়ে স্বামীর প্রতি ভালোবাসা ফিরিয়ে আনা
এই আয়াতটি স্বামী-স্ত্রীর ভালোবাসা বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকর।
আয়াত:
وَأَلۡقَيۡتُ عَلَیۡكَ مَحَبَّةࣰ مِّنِّی وَلِتُصۡنَعَ عَلَىٰ عَیۡنِی
উচ্চারণ:
“ওয়া আলক্বাইতু আলাইকা মাহাব্বাতাম্ মিন্নী ওয়ালিতুসনা’আ আ’লা আইনী।”
অর্থ:
“আমি তোমার প্রতি আমার পক্ষ থেকে ভালোবাসা নিক্ষেপ করেছি, এবং তুমি আমার দৃষ্টির সম্মুখে প্রতিপালিত হবে।” (সূরা ত্বাহা ২০:৩৯)
✅ আমল:
প্রতি ফজর ও মাগরিবের পর ২১ বার পড়ুন।
স্বামীর পানিতে ফুঁ দিন এবং তার ভালোবাসা ফেরানোর জন্য দোয়া করুন।
🔹 ৩. সূরা ইউসুফ-এর আয়াত (১২:৩৩) পড়ে হারাম সম্পর্ক ধ্বংস করা
এই আয়াতটি শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি পেতে ও পরকীয়া ধ্বংসে সহায়তা করে।
আয়াত:
وَإِلَّا تَصۡرِفۡ عَنِّی كَيۡدَهُنَّ أَصۡبُ إِلَيۡهِنَّ وَأَكُن مِّنَ ٱلۡجَـٰهِلِینَ
উচ্চারণ:
“ওয়া ইল্লা তাসরিফ ‘আন্নী কাইদাহুন্না আসব ইলাইহিন্না ওয়াকুন মিনাল জাহেলীন।”
অর্থ:
“হে আমার রব! যদি তুমি আমাকে তাদের চক্রান্ত থেকে রক্ষা না কর, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাব এবং জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব।” (সূরা ইউসুফ ১২:৩৩)
✅ আমল:
প্রতিদিন ৪১ বার পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করুন, যেন স্বামী হারাম সম্পর্ক থেকে ফিরে আসে এবং অন্যায়কারীদের শাস্তি হয়।
🔹 ৪. সূরা আল-ফুরকান-এর আয়াত (২৫:৭৪) পড়ে সংসারে বরকত চাওয়া
এই আয়াতটি সংসারে শান্তি ও স্বামী-স্ত্রীর ভালোবাসা বৃদ্ধির জন্য খুবই উপকারী।
আয়াত:
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ:
“রব্বানা হাব্ লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ’ইউনিন ওয়াজ’আলনা লিল্ মুত্তাক্বীনা ইমামা।”
অর্থ:
“হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের জন্য নয়নসুখ করো এবং আমাদের মুত্তাকীদের নেতা বানিয়ে দাও।” (সূরা আল-ফুরকান ২৫:৭৪)
✅ আমল:
প্রতি নামাজের পর ৭ বার পড়ুন।
সংসারে ভালোবাসা ও শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করুন।
🔹 ৫. জালেমদের ধ্বংসের জন্য বিশেষ দোয়া
পরকীয়ার ফলে যদি সংসার ভাঙার আশঙ্কা থাকে, তবে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ন্যায়বিচার ও শাস্তি কামনা করুন।
দোয়া:
اَللّٰهُمَّ اجْعَلْ كَيْدَهُمْ فِي نُحُوْرِهِمْ وَاجْعَلْ تَدْمِيْرَهُمْ فِي تَدْبِيْرِهِمْ
উচ্চারণ:
“আল্লাহুম্মা ইজ’আল কাইদাহুম ফি নুহুরিহিম ওয়াজ’আল তাদমীরাহুম ফি তাদবীরিহিম।”
অর্থ:
“হে আল্লাহ! তাদের ষড়যন্ত্র তাদের নিজেদের ওপরই নিক্ষেপ করুন এবং তাদের ধ্বংস তাদের নিজ পরিকল্পনার মাধ্যমেই করুন।”
✅ আমল:
প্রতি দিন ১০০ বার পড়ে আল্লাহর কাছে বিচার প্রার্থনা করুন।
পরিশেষে কিছু করণীয়
✅ স্বামীর প্রতি ভালোবাসা ও যত্ন বৃদ্ধি করুন।
✅ তার সঙ্গে খোলামেলা কথা বলুন ও বোঝার চেষ্টা করুন।
✅ পরিবার ও বিশ্বস্ত ব্যক্তিদের সাহায্য নিন, যদি প্রয়োজন হয়।
✅ আল্লাহর ওপর ভরসা রাখুন এবং ধৈর্য ধরুন।
আল্লাহ আমাদের সবাইকে পরকীয়ার ফিতনা থেকে রক্ষা করুন এবং অন্যায়কারীদের ন্যায্য শাস্তি দিন। আমিন।

সকাল-সন্ধ্যার গুরুত্বপূর্ণ আমল: জিন, শয়তান ও অন্যান্য ক্ষতি থেকে বাঁচার দোয়া

আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন বিপদ-আপদ, জিন-শয়তানের কুমন্ত্রণা ও দুশ্চিন্তা থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন।
🔹
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজেও এগুলো সকাল-সন্ধ্যায় পাঠ করতেন এবং উম্মতকে তা করার উপদেশ দিয়েছেন।
🔹
নিচে পাঁচটি গুরুত্বপূর্ণ আমল ধাপে ধাপে উল্লেখ করা হলো—
🌸
আমল ১: জিন, যাদু এবং অন্যান্য ক্ষতি থেকে বাঁচার দোয়া
✅
পাঠের নিয়ম:
সকাল ও সন্ধ্যায় ৩ বার পড়তে হবে।
📜
দোয়াটি:
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
🔹
উচ্চারণ:
আ'ঊযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক্ব।
🔹
অর্থ:
"আমি আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যসমূহের মাধ্যমে তাঁর সৃষ্ট সকল অনিষ্ট থেকে আশ্রয় চাই।"
📖
(হাদিসের সূত্র: আবু দাউদ, ৫৩৩১; তিরমিযী, ৩৫২৮; ইবনে মাজাহ, ৩৮৬৯; মুসলিম, ২৭০৮)
🌸
আমল ২: প্রতিরক্ষা ও নিরাপত্তার দোয়া
✅
পাঠের নিয়ম:
সকাল ও বিকালে ৩ বার পড়তে হবে।
📜
দোয়াটি:
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
🔹
উচ্চারণ:
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা'আসমিহি শাইউন ফিল আরদী ওয়ালা ফিস্সামা'ই, ওয়াহুওয়াস সামীঊল আলীম।
🔹
অর্থ:
"আল্লাহর নামে শুরু করছি, যাঁর নামের বরকতে আকাশ ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।"
📖
(হাদিসের সূত্র: তিরমিযী, ৩৩৮৮; আবু দাউদ, ৫০৮৮; ইবনে মাজাহ, ৩৮৬৯)
🌸
আমল ৩: দুশ্চিন্তা ও অভাব থেকে মুক্তির দোয়া
✅
পাঠের নিয়ম:
সালাতের সালাম ফেরানোর পর সকাল-সন্ধ্যায় ৩ বার পড়তে হবে।
📜
দোয়াটি:
حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
🔹
উচ্চারণ:
হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম।
🔹
অর্থ:
"আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আমি তাঁরই ওপর ভরসা করি, আর তিনি মহা আরশের অধিপতি।"
📖
(হাদিসের সূত্র: আবু দাউদ, ৪/৩১২; তিরমিযী, ৩৪৫০; ইবনে আবি শাইবা, ৬/৯০)
🌸
আমল ৪: সকাল-সন্ধ্যায় তিন কুল পাঠের আমল
✅
পাঠের নিয়ম:
সকাল ও সন্ধ্যায় ৩ বার করে পড়তে হবে।
📜
সূরা ইখলাস:
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ۝ اللَّهُ الصَّمَدُ ۝ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ۝ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
📜
সূরা ফালাক:
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ۝ مِن شَرِّ مَا خَلَقَ ۝ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ۝ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ۝ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
📜
সূরা নাস:
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ۝ مَلِكِ النَّاسِ ۝ إِلَٰهِ النَّاسِ ۝ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ۝ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ۝ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
📖
(হাদিসের সূত্র: আবু দাউদ, ৪/৩১২; তিরমিযী, ৩৪০৩; নাসাঈ, ৫৪৩৫)
🌸
আমল ৫: জিন-শয়তান থেকে বাঁচার আমল
✅
পাঠের নিয়ম:
প্রতিদিন সকালে ও বিকালে ১০০ বার পড়তে হবে।
📜
দোয়াটি:
لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
🔹
উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মূলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
🔹
অর্থ:
"আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তাঁর কোনো শরিক নেই। সার্বভৌম কর্তৃত্ব তাঁরই, সমস্ত প্রশংসা তাঁরই প্রাপ্য, আর তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।"
📖
(হাদিসের সূত্র: মুসলিম, ৪/২০৭১; বুখারি, ৬৪০৩; তিরমিযী, ৩৪৬৯; আবু দাউদ, ৫০৯০)
💚
উপসংহার
✅
উপরোক্ত আমলগুলো নিয়মিত করলে জিন-শয়তান, যাদু, দুশ্চিন্তা ও অন্যান্য ক্ষতির হাত থেকে নিরাপদ থাকা যাবে।
✅
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজে এগুলো আমল করতেন এবং আমাদেরও করতে বলেছেন।
✅
আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো করার তাওফিক দান করুন। আমিন!

জিন যাদু থেকে বেঁচে থাকার দৈনন্দিন জিকির সমূহঃ

  সকাল-সন্ধ্যার আমল সমুহঃ ১. আ’উযু বিকালিমা-তিল্লা-হিত্তা-ম্মা-তি, মিং-শাররি মা-খলাক্ব। أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ ...